
মেহেদী হাসান
ICT ট্রেইনারSpecialist in
Web Design, ICT (Information and Communications Technology)
+8801758016454ফ্রিল্যান্স আইটি ইন্সটিটিউট এর অন্যতম উদ্যমী একজন শিক্ষক। শিক্ষাগত ডিগ্রি ছাড়াও তথ্যপ্রযুক্তি সম্পর্কে তার জ্ঞান অসাধারণ ।
Freelance IT Institute এর কোর্স সম্পর্কিত জ্ঞান ছাড়াও তিনি অনলাইন মার্কেটপ্লেসে Web Design & Development এর উপর কৃতিত্বের সাথে কাজ করায় ফ্রিল্যান্স আইটি ইন্সটিটিউট তাকে ট্রেইনার হিসেবে নিয়োগ দেয়। পাশাপাশি তিনি কম্পিউটার এ ডিপ্লোমা করছেন।
বর্তমানে ফ্রিল্যান্স আইটি ইন্সটিটিউট এর ICT (Information and Communications Technology) কোর্সের ট্রেইনার হিসেবে রয়েছেন। আমরা Freelance IT Institute এর সাথে মেহেদী হাসানকে পেয়ে খুবই আনন্দিত ও গর্বিত। আমরা আশা করি এবং প্রার্থনা করি মেহেদী হাসান যেন ফ্রিল্যান্স আইটি ইন্সটিটিউট এর সাথে শেষদিন পর্যন্ত থাকবেন।