
খন্দকার সাইফুল আলম (সনেট)
সিনিয়র লেকচারারSpecialist in
Web Design, SEO & Data Entry
+8801859646464Freelance IT Institute এর সিনিয়র লেকচারার। তিনি ফ্রিল্যান্স আইটি ইন্সটিটিউট এর সাথে প্রথম থেকেই রয়েছেন। ফ্রিল্যান্স আইটি ইন্সটিটিউট এর কোর্স সম্পর্কিত জ্ঞান ছাড়াও গ্রাজুয়েশন করেছেন একাউন্টিং এ।
খন্দকার সাইফুল আলম (সনেট) এই পর্যন্ত ১০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন বিভিন্ন অনলাইন মার্কেটে বিশেষ করে Fiverr এ। বর্তমানে Freelance IT Institute এর ফ্রিল্যান্সিং ও অনলাইন মার্কেটসহ অন্যান্য কিছু কোর্সের ট্রেইনার হিসেবে নিযুক্ত রয়েছেন।
ট্রেইনারের পাশাপাশি বর্তমানে তিনি আউটসোর্সিং এর ডাটা এন্ট্রি, এসইও, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর উপর নিয়মিত কাজ করছেন। আমরা আশা করি এবং প্রার্থনা করি খন্দকার সাইফুল আলম (সনেট) যেন Freelance IT Institute এর সাথে শেষদিন পর্যন্ত থাকবেন।